ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা আ’লীগ সেক্রেটারী কাজী ইরাদত আলীকে পৌর কর্মচারী সংসদের ফুলেল শুভেচ্ছা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-০৫ ১৪:৪২:০৮
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী ইরাদত আলীকে গত ৪ঠা জুন সন্ধ্যায় নবনির্বাচিত রাজবাড়ী পৌরসভা কর্মচারী সংসদের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নবনির্বাচিত রাজবাড়ী পৌরসভা কর্মচারী সংসদের নেতৃবৃন্দ।

  গত ৪ঠা জুন সন্ধ্যায় রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান তারা।

  এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, নবনির্বাচিত রাজবাড়ী পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি আব্দুল খালেক নাদু, সহ-সভাপতি শেখ রহমান আলী, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন খান, সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুমন, দপ্তর সম্পাদক রেজাউল করিম টিপলু, কোষাধ্যক্ষ শাহজাহান গাজী, ধর্মীয় ও ক্রীড়া সম্পাদক মুজাহিদুর রহমান, সদস্য শফিকুল ইসলাম, মনোয়ার হোসেন মুন্নুসহ মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আজম মন্ডল, সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুকু মিজি উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে উদীচী কার্যালয়ের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ
রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আরজু গ্রেপ্তার
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
সর্বশেষ সংবাদ