ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে নতুন করে আরো ১১জনের দেহে করোনা শনাক্ত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৬-০৮ ১৪:৩০:০৩

রাজবাড়ী জেলায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

    এ জেলাতে ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ৮ই জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২১৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০০ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৩৭ জন। 

  গতকাল ৮ই জুন বিকালে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেন।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গতকাল ৮ই জুন  র‌্যাপিট অ্যান্টিজেন্টের মাধ্যমে ২৯টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এরআগে গত ৫ই জুন আরটিপিসিআরের মাধ্যমে ৩৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ৬জনের করোনা পজিটিভ। 

  এ জেলাতে মোট করোনা ভাইরাসে ৪ হাজার ২ শত ১৪ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ৩৭৩ জন, পাংশায় ৮৮৫জন, কালুখালীতে ২৭১ জন, বালিয়াকান্দিতে ৩৫০ জন, গোয়ালন্দ উপজেলার ৩৩৫ জন। 

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৭৫জন। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ