ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
কালুখালীতে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-০৬-০৯ ১৫:২১:২৬
কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে গতকাল ৯ই জুন ফিতা কেটে ব্র্যাক ব্যাংকের রতনদিয়া এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অতিথিরা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে ব্র্যাক ব্যাংকের রতনদিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা গতকাল ৯ই জুন উদ্বোধন করা হয়েছে।

  এ উপলক্ষে রতনদিয়া বাজারের এসবি সুপার মার্কেটের ২য় তলায় এজেন্ট ব্যাংকিং শাখায় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, ব্র্যাক ব্যাংক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও ব্র্যাক ব্যাংকের টিম লিডার মঞ্জুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এই এজেন্ট ব্যাংক। সাধারণ মানুষের সেবায় ব্যাংক এখন আপনার হাতের মুঠোয়। এজেন্ট ব্যাংকে টাকা লেনদেন করা ব্যাংকের শাখার মতোই নিরাপদ। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ