করোনা ভাইরাস ও আম্পান পরবর্তী পরিস্থিতিতে যশোর সেনানিবাসের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ‘সবুজ ফসলে ভরবে দেশ, করোনামুক্ত বাংলাদেশ’-শ্লোগানকে সামনে রেখে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন। ভবিষ্যতে খাদ্য সংকটের প্রভাব পড়তে পারে এমন আশংকায় কোন জমি যেন অনাবাদী না থাকে সেই লক্ষ্যে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় অসহায় এবং দুস্থ কৃষকদের মধ্যে উন্নত জাতের ফল/শস্য/সবজি বীজ বিনামূল্যে বিতরণ করছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। অভ্যন্তরীণ কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গ্রামীণ গৃহবধূদের বাড়ীর উঠানে, জমির আইলে, রাস্তার পাশে বা পুকুর পাড়ে সাধ্যমত সবজি চাষ করতে বাড়ী বাড়ী গিয়ে উৎসাহী করছেন সেনা সদস্যরা।
এছাড়াও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, গণপরিবহণ চলাচল নিয়ন্ত্রণ, জনসচেতনতামূলক প্রচারণা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা।
অন্যদিকে আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় বেড়ীবাঁধ ও ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।