এক দিনের সফরে আজ ১১ই মে রাতে নিজ নির্বাচনী এলাকা পাংশা উপজেলায় আসছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
রেলপথ মন্ত্রীর একান্ত সচিব(উপ-সচিব) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, রাজশাহী সফররত রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম আজ শনিববার রাজশাহী সার্কিট হাউস থেকে বিকাল সাড়ে ৩টায়(নাটোর, পাবনা, কুষ্টিয়া) হয়ে সড়ক পথে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় তিনি পাংশা উপজেলাস্থ নিজ বাস ভবনে এসে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন। পরদিন ১২ই মে সকালে নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। পরে দুপুর ১২টায় নিজ বাসভবন থেকে সড়ক পথে পদ্মা বহুমুখী সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিকাল ৩টায় ন্যামভবনস্থ সরকারী বাসভবনে পোঁছাবেন।
উল্লেখ্য যে, রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সরকারী সফরে গতকাল ১০ই মে রাতে ট্রেনে রাজশাহীতে যান। আজ ১১ই মে সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগ হতে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।