রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) একটি দল গত ১১ই জুন রাত সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ১শত পুড়িয়া হেরোইনসহ নারী মাদক বিক্রেতা নূরজাহান বেগম (৪০)কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত নূরজাহান গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মৃত মোসলেম শেখের স্ত্রী
রাজবাড়ী ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে পেশাদার নারী মাদক বিক্রেতা নূরজাহানকে ১শত পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নূরজাহানের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠিয়েছে।