রাজবাড়ীতে নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪ হাজার ২৫৬ জনে উন্নীত হলো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৪ হাজার ১২৫ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৩৭ জন।
গতকাল ১২ই জুন দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জন পজিটিভ পাওয়া যায় এবং গত ৮ ও ৯ই জুন আরটি পিসিআর পরীক্ষার জন্য ৪৮টি নমুনা ঢাকাতে পাঠানো হয়। গতকাল শনিবার পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ১জন করোনা পজিটিভ পাওয়া যায়।
এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ১২ই জুন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৫৬ জন। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২ হাজার ৩৯৩ জন, পাংশায় ৮৯৫ জন, কালুখালীতে ২৭৩ জন, বালিয়াকান্দিতে ৩৫০ জন, গোয়ালন্দ উপজেলার ৩৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ১২৫ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৮৮ জন এবং হাসপাতালে ভর্তি আছে ৬ জন।