করোনাকালে কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষিত থেকে জনসেবা নিশ্চিত করতে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৯ই জুন সকাল সাড়ে ৯টায় নিজ অফিসে কর্মচারীদের মধ্যে ৩স্তর বিশিষ্ট পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ করেন।
একই সময়ে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ তোসলিম উদ্দিন আহম্মদ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষ হতে কোভিড-১৯ প্রতিষেধক হোমিওপ্যাথিক ঔষধ কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এ সময়ে ডাঃ রামমোহন সরকার উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম উক্ত ঔষধ কর্মচারীদের মধ্যে বিতরণ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা সেবনের পরামর্শ প্রদান করেন।