ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
পাংশায় হাজী সামাদের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত দোয়া মাহফিল
  • মোক্তার হোসেন
  • ২০২১-০৬-১৮ ১৪:৪০:১৬
পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদে গতকাল শুক্রবার হাজী আব্দুস সামাদ লাল্টুর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সামাদ লাল্টুর মাতা ছাকিরন নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১৮ই জুন জুম্মার নামাজের পর পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদ, পাংশা কেন্দ্রীয় জামে মসজিদ, গুধিবাড়ী ১নং জামে মসজিদ, গুধিবাড়ী ২নং জামে মসজিদ, হাজরাপাড়া জামে মসজিদ, জাফরপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

  মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল শেষে সবার মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। আয়োজিত দোয়া মাহফিলসমূহে সার্বিক তত্ত্বাবধান করেন মরহুমার বড় নাতি টুটুল চৌধুরী।

  জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সামাদ লাল্টু, পিল্টু, আজাদ, নবীন আলী ও ফিরোজ আলীর মাতা ছাকিরন নেছা(৬৫) গত ১৪ই জুন দুপুর আনুমানিক ২টার সময় পাংশা শহরস্থ হাজী আব্দুস সামাদ লাল্টুর নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। গত সোমবার রাতে পাংশা কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর জানাজার নামাজ শেষে গ্রামের বাড়ী হাজরাপাড়া কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

 পাংশা বাজারে ফুটপাত অবৈধ দখল করে দোকান॥পথচারীদের ভোগান্তি
 রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে বিএনপির জনসভা
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও আ’লীগ নেতা নজরুল মন্ডল কারাগারে
সর্বশেষ সংবাদ