ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
রাজবাড়ীতে আইনজীবীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় ‘সাধারণ আইনজীবী পরিষদ’ গঠন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-০৬-২৭ ১৪:৩৩:৪৮
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে গতকাল ২৭শে জুন ‘সাধারণ আইনজীবী পরিষদ’ গঠনের আলোচনায় জেলা বারের সভাপতি এডঃ স্বপন কুমার সোম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে আইনজীবীদের মর্যাদা, পেশাগত উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সংগঠন “সাধারণ আইনজীবী পরিষদ”। 

  গতকাল ২৭শে জুন দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে আলোচনার মধ্য দিয়ে আহ্বায়ক কমিটি গঠন ও ঘোষণা করা হয়েছে।

  বীর মুক্তিযোদ্ধো এডঃ মোঃ ওমর আলীর সভাপতিত্বে এডঃ খান মোহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বারের সভাপতি এডঃ স্বপন কুমার সোম, সাবেক সভাপতি এডঃ মোঃ মনজুর মোরশেদ, সাবেক প্রসিকিউটর এডঃ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, এডঃ এটিএম মোস্তফা মিঠু, এডঃ মোল্লা নিয়াজ মোঃ আইয়ুব, এডঃ এ কে এম শহীদুজ্জামান, এডঃ মোঃ মাহবুব রহমান, এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, এডঃ কাজী আব্দুল বারী কুটিন ও এডঃ রেজাউল করিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

  ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যগণ হলেন ঃ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধো এডঃ মোঃ ওমর আলী, যুগ্ম-আহ্বায়ক এডঃ মোল্লা নিয়াজ মোঃ আইয়ুব, এডঃ স্বপন কুমার বিশ্বাস, এডঃ এটিএম মোস্তফা মিঠু, এডঃ একেএম শহীদুজ্জামান, এডঃ মোঃ মাহবুব রহমান, এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, এডঃ কাজী আব্দুল বারী কুটিন, সদস্য-সচিব এডঃ মোঃ মনজুর মোরশেদ, দপ্তর সচিব এডঃ আবুল বাশার মোঃ ছাত্তার, এডঃ নারায়ণ চন্দ্র দত্ত, এডঃ বিজন কুমার বোস, এডঃ মারুফুল হাসান শামীম, নির্বাহী সদস্য এডঃ অশোক কুমার ঘোষ, এডঃ কমলা কান্ত চক্রবর্তী বাবন, এডঃ মোঃ নজরুল ইসলাম লাভলু, এডঃ বিপ্লব কুমার রায়, এডঃ মোঃ রেজাউল করিম রেজা, এডঃ মাসুদ আবেদীন, এডঃ রহিমা খাতুন লিলি ও এডঃ মনোয়ারা খাতুন।

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ