রাজবাড়ী শহরের ডাইচ ফ্যাক্টারী ভবানীপুরে সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের দুইতলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
গতকাল ২৮শে জুন সকালে দুই তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
এ সময় পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ, সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেন, সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র পাল, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, সুশীল কুমার, সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল, হিসাব রক্ষক খোকন কুমার কুন্ডু ও প্রচার সম্পাদক নিরাপদ পোদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।