রাজবাড়ী জেলায় গতকাল ২৮শে জুন র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় নতুন আরো ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে।
র্যাপিড অ্যান্টিজেনে গতকাল সোমবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৫২ ভাগ। ৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন পজিটিভ পাওয়া যায়। জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ২৭শে জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪হাজার ৯২০ জনে উন্নীত হলো। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ২৮৩ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৪০ জন।
এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির এই সময়ে রাজবাড়ী রয়েছে স্বাস্থ্য বিভাগের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ জেলার তালিকায়। প্রতিদিন বেড়েই চলছে শনাক্তকৃত রোগীর সংখ্যা। অথচ রাজবাড়ী জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এখনো নিশ্চিত হয়নি।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ করে করোনা আক্রান্ত তীব্র শ্বাসকষ্টযুক্ত রোগীদের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালে হাইফ্লো ন্যাসাল ক্যানুলাযুক্ত ৩টি আইসিইউ বেড গত ১৯শে এপ্রিল স্থাপন করা হলেও দীর্ঘ ২মাসেও সেগুলো পর্যন্ত চালু করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
ফলে করোনা আক্রান্ত তীব্র শ্বাসকষ্টযুক্ত রোগীদের বিশেষ করে যাদের আইসিইউ বেডে রেখে হাইফ্লো ন্যাসাল ক্যানুলার দ্বারা অক্সিজেন দেওয়া প্রয়োজন সম্প্রতি এমন অনেক রোগীকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসাপাতালে রেফার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা আক্রান্ত তীব্র শ্বাসকষ্টযুক্ত রোগীদের জন্য প্রত্যেকটি আইসিইউ বেডের সাথে সংযুক্ত করা হয়েছে হাইফ্লো ন্যাসাল ক্যানুলা। যেখানে সাধারণ অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে প্রতি মিনিটে সর্বোচ্চ ১৫ লিটার করে অক্সিজেন দেওয়া যায়, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী রোগীদের প্রয়োজন অনুসারে হাইফ্লো ন্যাসাল ক্যানুলার দ্বারা মিনিটে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব।
মারাত্মক শ্বাসকষ্টযুক্ত রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করার মাধ্যমে হাইফ্লো ন্যাসাল ক্যানুলাসহ আইসিইউ বেড কোভিড-১৯ মোকাবেলার অন্যতম হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করলেও রাজবাড়ী জেলা হাসপাতাল ও জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে হাইফ্লো ন্যাসাল ক্যানুলা সংযুক্ত থাকা ৩টি আইসিইউ বেড চালু না হওয়ায় সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শ্বাসকষ্টযুক্ত রোগীরা।
করোনার প্রথম ঢেউ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত বছরের ২৫শে নভেম্বর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দেশের বিভিন্ন স্থানের ১৩টি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য ৪৩ কোটি ৪২ লক্ষ ২৯ হাজার ৯৩৬ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে রাজবাড়ী ১০০ শয্যা সদর হাসপাতালে ৩ কোটি ২৬ লক্ষ ৮১ হাজার ৯৩২ টাকা ব্যয়ে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়। ধীরগতিতে কাজ চলায় গত ৬মাসেও বাস্তবায়ন হয়নি।
বর্তমানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির এই সময়ে রাজবাড়ী জেলা ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও অক্সিজেন প্ল্যান্টের কাজ বাস্তবায়ন না হওয়ায় জেলা সদর হাসপাতালের ২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিটে শ্বাসকষ্টযুক্ত রোগীদের সিলিন্ডারের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, এখানে যে সকল রোগীর সার্বক্ষনিক অক্সিজেন প্রয়োজন এমন নতুন রোগী ভর্তি না করে উন্নত চিকিৎসার কথা বলে জেলার বাইরের হাসপাতালে ঢাকা ও ফরিদপুরে রেফার করা হচ্ছে বলে রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, জেলার ৫টি হাসপাতালে সর্বমোট ৮২টি শয্যা শুধুমাত্র কোভিড আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালের ২০টি, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২টি, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি।
তিনি আরো জানান, উপজেলা পর্যায়েই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে দ্রুততম সময়ে রোগী শনাক্ত এবং সার্বক্ষণিক পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিতসহ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, গতকাল ২৮শে জুন বিকালে সদর হাসপাতালের ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিটে রোগী ভর্তি ছিল ২০ জন। শয্যা খালি না থাকায় এ সময়ে করোনা পজিটিভ ও শ^াসকষ্টযুক্ত রোগীর ভর্তির ক্ষেত্রে চরম বেগ পেতে হয়।
সরেজমিন রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, প্যাথলজি বিভাগে জনবল সংকটের কারণে করোনা পরীক্ষা করতে আসা রোগীদের নানা ধরণের ভোগান্তিতে পড়তে হচ্ছে। করোনা টেস্ট করতে আসা বহু মানুষ ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে।
হাসপাতালের মাত্র দু’জন ধার করা লোককে সেই করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ করতে দেখা যায়। এরপর করোনা টেস্টের রুমের দেখা যায় গাদাগাদি ভিড়। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভিড়ের কারণে সুস্থ্য মানুষও করোনায় আক্রান্তে ঝুঁকিতে রয়েছে।
নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট মোঃ শহিদুল হক বলেন, করোনার পরীক্ষার জন্য যত লোক দরকার আমাদের সেটা নেই। তাই আমাদের কাজে একটু সমস্যা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা মহামারির মধ্যে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ৪টি মেডিকেল টেকনোলজিস্ট পদ শূন্য থাকায় কোন রকম জোড়াতালি চলছে হাসপাতালের প্যাথলজির কাজ।
হাসপাতালের মোট ৪টি মেডিকেল টেকনোলজিস্ট পদের মধ্যে দুটি পদ রয়েছে শূন্য। আর বাকি দুটি পদে থাকা মোঃ ফরিদ শেখ ও খোকন সরকার প্রেষণে রয়েছে। এর মধ্যে মোঃ ফরিদ শেখকে গত ১১/১১/২০২০ তারিখে ঢাকার আই.ই.ডি.সি.আরে এবং খোকন সরকারকে তার পূর্ব থেকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেষণে রয়েছে। যার ফলে এখানকার ৪টি পদই এখন শূন্য রয়েছে।
সচেতন মহল মহামারি ঠেকাতে অনতিবিলম্বে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ডেডিকেটেড কোভিড-১৯ ইউনিটে শয্যা সংখ্যা বৃদ্ধি, হাইফ্লো ন্যাসাল ক্যানুলা সংযুক্ত থাকা ৩টি আইসিইউ বেড ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন চালুসহ ৪টি মেডিকেল টেকনোলজিস্টের শূন্য পদে পদায়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।