ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাজবাড়ীতে ট্রেজারী পরিদর্শনে জেলা প্রশাসক দিলসাদ বেগম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-৩০ ১৫:০৮:০১
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৩০শে জুন সকালে ট্রেজারী শাখা পরিদর্শনে গেলে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহবুর রহমান শেখ তাকে ফুলের শুভেচ্ছা জানান -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী শাখা গতকাল ৩০শে জুন সকালে পরিদর্শন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  ট্রেজারী শাখা পরিদর্শনে গেলে প্রথমে ট্রেজারী গার্ডের পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। 

  এরপর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহবুর রহমান শেখ ও ভারপ্রাপ্ত ট্রেজারী অফিসার মোঃ আসাদুজ্জামান ফুলের শুভেচ্ছা জানান। 

  জেলা প্রশাসক দিলসাদ বেগম ট্রেজারি শাখা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আবব্দুল্লাহ-আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জয়ন্তী রুপা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাইমি মোঃ সায়েফ, প্রশাসনিক কর্মকর্তা এ এইচ জিয়াউল হক, ট্রেজারি শাখার অফিস সহকারী মোঃ আমিন উদ্দিনসহ  জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক সুলতানা আক্তার
শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে রাজবাড়ী জেলা প্রশাসকের কম্বল বিতরণ অব্যাহত
মহান বিজয় দিবসে জেলা প্রশাসকের বাণী
সর্বশেষ সংবাদ