রাজবাড়ীতে বেড়েছে শীতের প্রকোপ। এতে খেটে খাওয়া নিম্নআয়ের ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং প্রবীণরা পড়েছেন চরম বিপাকে। অসহায় মানুষের কথা বিবেচনা করেই জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে নিজেই বাড়ীতে বাড়ীতে ও বিভিন্নস্থানে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জানা গেছে, গতকাল ২২শে ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রাজবাড়ী সদর উপজেলার তালতলা, চরবাগমারা, বাগমারা, ধাওয়াপাড়া জেলেপাড়া ও চর নারায়নপুরসহ বিভিন্নস্থানে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চলতি শীতে অসহায় মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।