নিয়মিত মামলার আসামী বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াতের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবিতে গতকাল ২রা নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নেতা তুহিনুর রহমানসহ নির্যাতিতরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত বর্তমান এসবি ঢাকায় কর্মরত। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ও পাংশা থানা এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জন্য ছিলেন এক আতঙ্কের নাম। তার হাতে নির্যাতিত হয়ে এখনো অনেক লোক পঙ্গুত্ববরণ করাসহ সেই নির্যাতনের চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে। পুলিশী বাঁধা উপেক্ষা করে ছাত্রদলের কর্মসূচি করার কারণে ধরে নিয়ে ফ্যানের সাথে বুলিয়ে অন্তকোষে ইট বেঁধে নির্মম নির্যাতন চালায় রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমানকে।
২০১৪ সালের ১২ই জানুয়ারী ওসি তাকে ধরে নিয়ে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় দেখিয়ে আদালতে সোপর্দ করে।
থানায় বৈদ্যুতিক শর্ট দিয়ে তাকে নির্যাতন করা হয়। মারধরের কারণে তার মেরুদন্ড অকার্যকর হয়ে পড়ে। এ ভাবেই তাকে একাধিক মামলায় কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিন নিয়ে তুহিনুর রহমান দেশের বিভিন্ন হাসপাতাল ও ভারতে একাধিকবার গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। তার চিকিৎসার ভার গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপরও সুস্থ হতে পারেনি। প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। সুস্থ ভাবে চলাফেরা করতে পারছেন না। সেদিনের নির্যাতনের চিত্র চোখে ভেসে উঠলেই আতকে ওঠেন। এ ভাবেই ভয়াবহ নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা তুহিন।
গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে বাংলাদেশ নতুন স্বাধীনতা লাভ করে।
এর প্রেক্ষিতে ২০২৪ সলের গত ২৫শে আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী শেখ, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে মামলা দায়ের করে।
বিচারক মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন। গত ৩০শে আগস্ট তারিখে বালিয়াকান্দি থানায় মামলা নং-৫/১৫৬ রেকর্ড করা হয়। নিয়মিত মামলার আসামী হলেও গত ২১শে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) পদে কর্মরতদের মধ্যে থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়। এ তালিকায় থাকা ১৫নং ক্রমিকের আবু শামা মোঃ ইকবাল হায়াত, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), এসবিকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। আমরা নতুন স্বাধীনতা ভোগ করলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরকে শান্তি না দিয়ে পুরষ্কৃত করা কি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জীবন দিয়ে নতুন স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখ্য মীর মুগ্ধ, আবু সাঈদ, সাগর, আব্দুল গণি, কুরমানদের রক্তের সাথে বৈঈমানীর শামিল বলে মনে করি।
তাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল সহ দ্রুত গ্রেপ্তার করার দাবী জানাচ্ছি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, ফ্যাসিস্ট আমলে বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু শামা আমার ওপর অনেক নির্যাতন করে। নির্যাতনে আমার মেরুদন্ডের ডিস্ক ভেঙে ফেলেছিলো। পরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি। এখনো আমি পুরোপুরি সুস্থ হয়নি। আমার উপর নির্যাতন করা ওসির বিরুদ্ধে বালিয়াকান্দিতে মামলা হয়েছে। মামলা হবার পরও সে পদোন্নতি পেয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি এই ওসির পদোন্নতি বাতিল ও দ্রুত গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি।
স্মারকলিপি প্রদানকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, নির্যাতিত জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমানসহ জেলা স্বেচ্ছাসেবক ও বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্যাতিত নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
জানা গেছে, তুহিনুর রহমান জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।


