রাজবাড়ীতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল ২রা নভেম্বর সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা সদর হাসপাতাল থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক(উপ-পরিচালক) ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, রক্তদান ও মরণোত্তর চক্ষুদান মানবতার মহৎ দৃষ্টান্ত। নিয়মিত রক্তদান জীবন বাঁচায়, আর মরণোত্তর চক্ষুদান নতুন আলোর দিশা দেয় অন্ধ মানুষের জীবনে।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আক্কাস আলী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক, সদর হাসপাতালের স্টাফ নার্স, রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।


