রাজবাড়ীতে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার(সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করা হয়।
গত ১লা নভেম্বর বিকেলে রাজবাড়ীর ১ম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মোঃ মহসিন হাসান অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারের মেসার্স শিলা বেকারী, রাজবাড়ী শহরের পান্না চত্বরের পালকি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড রেস্তোরাঁ এবং তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার(সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করা হয়।
আদালত পরিচালনাকালে তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি বন্ধ পাওয়া যায় এবং মেসার্স শিলা বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্য উৎপাদন, পণ্যের উৎপাদন ও মেয়াদের তারিখে অনিয়ম, ফেরত পণ্য নতুন পণ্যের সাথে সংরক্ষণ, শুধুমাত্র বিস্কুটের বিএসটিআই লাইসেন্স দেখাতে পারলেও কেক, পাউরুটি, অন্যান্য পণ্যের বিএসটিআই লাইসেন্স দেখাতে ব্যর্থতা পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩, ৩৯ ধারায় রাজবাড়ীতে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা রজু হয় এবং বিশুদ্ধ খাদ্য আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।
এছাড়াও শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড রেঁস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি ও কাঁচামাল সংরক্ষণ ও আদালত পরিচালনাকালীন অসহযোগিতার দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ও ৪০ ধারায় নিয়মিত মামলা রজু করা হয়।
আদালত পরিচালনাকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, বিএফএসএ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মোঃ আবু সাইদ আলামিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন এবং জেলা আনসারের চৌকস দল উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মামলা রুজু হলে গতকাল ২রা নভেম্বর শুনানিতে বিশুদ্ধ খাদ্য আদালত রাজবাড়ীতে বিচারিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মেসার্স শিলা বেকারীকে ১লক্ষ টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার আদেশ দেয়া হয়। এছাড়াও পালকি চাইনিজ রেস্টুরেন্টে ও রেঁস্তোরার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা রুজু করা হয়।
.



