ঢাকা সোমবার, নভেম্বর ৩, ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজবাড়ীতে বিএনপির নেতা বিল্লালের মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-০২ ১৪:১৪:১৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে রাজবাড়ী পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি বিল্লাল হোসেন। তিনি বিনোদপুর লেক পাড়ার বাসিন্দা। মৃত্যুর সময় তিনি ১ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 বিএনপির এই নেতা ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে গত ১লা নভেম্বর (আইসিইউ) লাইফ সাপর্টে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি কিছুদিন আগে জ্বর নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে ডেঙ্গু ধরা পড়লে এবং অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। 
 গতকাল ২রা নভেম্বর সকাল ১০টায় বাজার পাঠশালা স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয় এবং শহরের ২৮কলোনী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
 তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী এস এম কাওসার মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।

 

রাজবাড়ীতে ইটভাটা মালিক সমিতির ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি
 ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজবাড়ীতে বিএনপির নেতা বিল্লালের মৃত্যু
বালিয়াকান্দি থানার সাবেক ওসির এএসপি পদে পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি
সর্বশেষ সংবাদ