রাজবাড়ী জেলার গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সাথে গতকাল ২রা নভেম্বর বিকেল ৪টায় তার কার্যালয়ে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিকরা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় ইউএনও গোয়ালন্দ উপজেলায় তার কর্মকালীন সময়ে সকলস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “উন্নয়ন কর্মকান্ডের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা থাকলে জনগণের কল্যাণে কাজ করা আরও সহজ হবে।”
সভায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক, দৈনিক যুগান্তর ও নাগরিক টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক, দৈনিক বাংলা, বাংলা ট্রিবিউন ও দৈনিক মাতৃকণ্ঠের প্রতিনিধি মইনুল হক মৃধা, যুগ্ম- সদস্য সচিব ও দৈনিক আমাদের রাজবাড়ীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন, যুগ্ম-সদস্য সচিব ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ, ফোরামের সদস্য, দৈনিক আজকের দর্পণ ও দ্যা ফাইনান্সিয়াল পোস্টের প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা, আজকের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ মজিবুর রহমান জুয়েল, বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি সোহাগ মিয়া, চ্যানেল এস টিভি ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সভা শেষে নবাগত ইউএনওকে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামীতে গোয়ালন্দবাসীর জন্য সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


