ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
রাজবাড়ী ২৪ ঘন্টায় নতুন ৫৭ জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-৩০ ১৫:০৯:৩১

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় র‌্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে নতুন ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১০৪ জনের নমুনা পরীক্ষায় উক্ত ৫৭ জন করোনা পজিটিভ হয়। 

  এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫হাজার ১শত ৪৩জনে উন্নীত হলো। জেলার সর্বত্র জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। 

  গতকাল ৩০শে জুন রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গতকাল ৩০শে জুন র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে জেলায় ১০৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২২ জন, গোয়ালন্দে ২০ জন, পাংশায় ৯জন ও কালুখালী উপজেলার ৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

  এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ২৯শে জুন পর্যন্ত রাজবাড়ী জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১শত ৪৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৩২৯ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৪০ জন। 

  করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসারত আছে ৭৩৮ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছে ৩৭ জন।

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ