ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
রাজবাড়ী ২৪ ঘন্টায় নতুন ৫৭ জনের করোনা শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৬-৩০ ১৫:০৯:৩১

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় র‌্যাপিড অ্যান্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে নতুন ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১০৪ জনের নমুনা পরীক্ষায় উক্ত ৫৭ জন করোনা পজিটিভ হয়। 

  এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫হাজার ১শত ৪৩জনে উন্নীত হলো। জেলার সর্বত্র জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। 

  গতকাল ৩০শে জুন রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গতকাল ৩০শে জুন র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে জেলায় ১০৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২২ জন, গোয়ালন্দে ২০ জন, পাংশায় ৯জন ও কালুখালী উপজেলার ৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

  এ জেলায় ২০২০ সালের ৭ই এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল ২৯শে জুন পর্যন্ত রাজবাড়ী জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১শত ৪৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৩২৯ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছে ৪০ জন। 

  করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসারত আছে ৭৩৮ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছে ৩৭ জন।

রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা  তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ
চন্দনীতে গৃহবধু তামান্না হত্যার ঘটনায় পুলিশ সদস্যর গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ