ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীতে কঠোর লকডাউন বাস্তবায়নে সহযোগিতায় কাজ করছে রোভার স্কাউট
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৭-০২ ১৪:৪০:৩৪
রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের পাশাপাশি সহযোগি হিসেবে কাজ করাসহ মাস্ক বিতরণ করছে জেলা রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার স্কাউট। ছবিটি গতকাল ২রা জুলাই রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে তোলা -মাতৃকণ্ঠ।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ১লা জুলাই শুরু হয়েছে ৭দিনের কঠোর লকডাউন।

  লকডাউনের প্রথম দিন থেকেই রাজবাড়ীতে লকডাউন কার্যকর করতে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের পাশাপাশি সহযোগি হিসেবে কাজ করছে রাজবাড়ী জেলা রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার স্কাউট।

  দক্ষিনাঞ্চলের অন্যতম মহাসড়ক ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে, সদর উপজেলার ও শহরের গুরত্বপূর্ণ এলাকায় মানুষের অযথা চলাচল নিষেধ, বাড়িতে থাকতে এবং স্বাস্থ্য-বিধি মানতে সচেতন করতে মহাসড়কে কাজ করছে রাজবাড়ী জেলা রোভারের রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার স্কাউট।

  তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে রাজবাড়ী শহরের বড়পুল, প্রধান সড়ক, পান্না চত্বর, রাজবাড়ী বাজার, রেলগেট ও শহরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে সকাল থেকেই দায়িত্ব পালন করে চলছে।   

  গতকাল ২রা জুলাই লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সাথে তাদের কাজ করতে দিতে দেখা যায়।

  ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সিনিয়র রোভার মেট রাকিবুল ইসলাম বলেন, করোনার কারণে আমাদের রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার স্কাউট সবাই জেলা প্রশাসন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফের নির্দেশে সদর উপজেলার ও শহরের গুরত্বপূর্ণ এলাকায় দাঁড়িয়ে অযথা ঘোরাফেরা করা লোকদের চলাচল করতে নিষেধ করছি সেই ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন জায়গায় গ্রাম থেকে বাজারে আসা লোকজনকে চলাচল করতে নিষেধ করছি, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করছি ও যারা স্বাস্থ্য-বিধি মানছেন না তাদের সচেতন করছি। 

  রাজবাড়ীতে আমরা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রদত্ত কঠোর লকডাউন সফলভাবে কার্যকর করতে কাজ করে যাচ্ছি।

  রাজবাড়ী সরকারী কলেজ, রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ও রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার স্কাউট টিমের আমরা প্রায় ৩০ জন সদস্য এই কাজে নিয়োজিত আছি।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ