ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সদরের বসন্তপুর ও আলীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি
  • আশিকুর রহমান
  • ২০২১-০৭-১২ ১৪:২২:০১
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী গতকাল ১২ই জুলাই সদর উপজেলার বসন্তপুর ও আলীপুর ইউনিয়নে করোনায় কর্মহীন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজ বাড়ী সদর উপজেলার বসন্তপুর ও আলীপুর ইউনিয়নে করোনায় কর্মহীন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

  গতকাল ১২ই জুলাই দুপুর ১২ টায় বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে ১৫০টি পরিবারের মধ্যে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী। 

  এরপর দুপুর ১টায় আলীপুর ইউনিয়নের আলাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরো ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী। 

  এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার প্রামাণিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ী সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিলন ফকির, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মুসল্লী, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গাজী আব্দুল মান্নান, বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার, বসন্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহিন ফকির শাফিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক মুকুল, বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- চাল, ডাল, তেল, আটা, লবণ, সেমাই, চিনি ও গুড়ো দুধ।

  খাদ্য সামগ্রী বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আজকে আপনারা উপহার হিসেবে যেসব খাদ্য সামগ্রী পাচ্ছেন। এগুলো কেনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা প্রশাসনের কাছে টাকা দিয়েছেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আমরা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি। ঈদের আগে সারা বাংলাদেশে আরও এক কোটি মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এজন্য আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। 

  তিনি বলেন, বিএনপির নেতারা মুখে বড় বড় কথা বলে। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজেবাজে কথা বলেন। কোথায়, এই মহামারির সময় তো তাদের কাউকে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না। 

  আমরা সকলেই আল্লাহ্র কাছে দোয়া করবো। এই মহামারি থেকে যেন আল্লাহ্ আমাদের রক্ষা করেন। আপনারা সকলেই মাস্ক পরবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ