রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গত ১৭ই জুলাই সন্ধ্যায় ফরিদপুর জেলার কোতয়ালী থানার পরানপুর এলাকা থেকে ৫বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহিম মোল্লা (২৯)কে গ্রেপ্তার হয়েছে।
গ্রেফতারকৃত রহিম রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের কাদের মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ও সদর থানার ওসি শাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে আমি ফরিদপুর জেলার কোতয়ালী থানার পরানপুর এলাকা থেকে রহিম মোল্লা (২৯)কে গ্রেপ্তার করি।
তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য ইয়াবাহ ট্যাবলেট বিক্রর অভিযোগ প্রমাণিত হওয়ার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক নিলুফা ইয়াসমিন গত ১৮/০৬/২০১৯ তারিখে তাকে ৫বছরের সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
গতকাল ১৮ই জুলাই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে প্রেরণ করে।