ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এমপি জিল্লুল হাকিমের ঐচ্ছিক তহবিল থেকে ৫৭জন দুঃস্থর মাঝে অর্থ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-০৭-১৯ ১৬:৫১:২২
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐচ্ছিক তহবিল হতে গতকাল সোমবার দুপুরে বালিয়াকান্দিতে দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐচ্ছিক তহবিল হতে দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

  গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫৭জন দুস্থকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১লক্ষ ১৪ হাজার টাকা বিতরণ করা হয়।

  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।

  এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানাসহ সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ