ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দীর্ঘদিন বন্ধ থাকার পর ১লা আগস্ট থেকে ফের জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চলাচল শুরু
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৭-২৯ ১৪:৫৫:২১

রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া ও পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকটে কারণে দীর্ঘদিন ফেরী চলাচল বন্ধ থাকার পর বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার আগামী ১লা আগস্ট থেকে পুনরায় ফেরী চলাচল শুরু হচ্ছে।

  গতকাল ২৯শে জুলাই রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

  রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, রাজবাড়ীর বাগমারা-জৌকুড়া আঞ্চলিক মহাসড়কের ৬কিলোমিটারে অবস্থিত জৌকুড়া-নাজিরগঞ্জ ফেরী ঘাটে নদীর নাব্যতা সংকটের কারণে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে ফেরীতে যানবাহন পারাপার আগামী ১লা আগস্ট থেকে পুনরায় শুরু হবে। এই নৌরুটে চলাচলকারী সকল যানবাহনকে ফেরী ব্যবহার করে পারাপার হওয়ার জন্য তিনি আহবান জানান।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ