রাজবাড়ীতে পদ্মা নদীতে প্রতি বছরই ভাঙনের শিকার হয় শহর রক্ষা বেরী বাঁধ। বর্ষা মৌসুম শুরু হলেই তীব্রতা বাড়ে নদী ভাঙনের। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
এরই মধ্যে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজারে শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ হতে ভাঙন দেখা দিলে নড়েচড়ে বসে রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যে ভাবেই হোক রাজবাড়ীবাসীকে নদী ভাঙনের থেকে রক্ষা করতে বিশেষ তৎপর দেখা দিয়েছে তাদের মধ্যে।
জাতীয় সংসদ সদস্য, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিশেষ তৎপরতার ফলে নদী ভাঙন এলাকা পরিদর্শনে আগামী ৩রা আগস্ট রাজবাড়ীতে আসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
গতকাল ২৯শে জুলাই দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের পানি ভবনে সাক্ষাতের পর তার রাজবাড়ী আসার বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এবং সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, পদ্মা নদী ভাঙন থেকে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ ও শহরের মানুষকে রক্ষা করতে তিনি বিভিন্ন দপ্তরে যোগাযোগ রক্ষা করছেন।
তিনি আরো বলেন, গতকাল ২৯শে জুলাই বেলা ১টায় আমি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। সে সময় উপমন্ত্রীকে রাজবাড়ীর নদী ভাঙন পরিস্থিতি ও সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত করা হয়েছে। উপমন্ত্রী জানিয়েছেন আগামী ৩রা আগস্ট সরেজমিন পরিদর্শনে রাজবাড়ীতে আসবেন।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, গোদার বাজারে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের কাছে গত মঙ্গলবার সন্ধ্যায় ভাঙন শুরু খবর পেয়ে ভীষণ চিন্তিত। তাছাড়া গত কয়েকদিন ধরেই ভীষণ উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছি রাজবাড়ীতে নদী ভাঙনের খবর শুনে। বিষয়টি নিয়ে স্থির থাকতে না পেরে গত ২৮শে জুলাই নদী ভাঙনের কথা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক এবং মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করি এবং আজ বৃহস্পতিবার পানি ভবনে প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চালের ডিজির সাথে আলোচনা করেছি। রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও আমি উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সাথে আলোচনা করেছি।
প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন নদী ভাঙনের হাত থেকে রাজবাড়ী শহর ও মানুষকে রক্ষা করতে সাময়িক নয়, স্থায়ী সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা’র সাথে যুবলীগ নেতা মোঃ শামীম রেজা লিটন উপস্থিত ছিলেন।
এদিকে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের ডান তীর প্রতিরক্ষা প্রকল্পে ভাঙন দেখা দিলে উক্ত এলাকা পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই ভাঙন যে ভাবেই হোক প্রতিরোধ করা হবে। আমি সার্বক্ষণিক ভাবে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রাখছি। আশা করছি এই ভাঙন প্রতিরোধ করেই রক্ষা করা হবে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। কারণ এখানে আধুনিক প্রযুক্তির টিউব ব্যাগ ফেলানো হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর (পশ্চিমাঞ্চলের) প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম ও রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ।
এছাড়াও ভাঙন এলাকা পরিদর্শন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী। ভাঙন এলাকা পরিদর্শনের সময় তাৎক্ষণিক ভাবে মুঠোফোনে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে বিষয়টি অবগত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
উল্লেখ্য, রাজবাড়ীতে নদী ভাঙন রোধে ২০১৮ সালের জুন মাসে পদ্মা নদীর শহর রক্ষা বাঁধের ডান তীর প্রতিরক্ষার কাজ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলার বরাটে তিন ও মিজানপুরে দেড় কিলোমিটারসহ সাড়ে চার কিলোমিটার এবং ২০১৯ এর জুলাইয়ে শুরু হওয়া (প্রথম সংশোধিত) শহর রক্ষা বাঁধের গোদার বাজার অংশের আড়াই কিলোমিটারসহ মোট ৭কিলোমিটার এলাকায় ৪৫২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়।
এতে দ্বিতীয় পর্যায়ের সাড়ে চার কিলোমিটারে ৩৭৬ কোটি ও প্রথম সংশোধিত ১৫২৭ মিটারে ৭৬ কোটি টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পের জন্য ৮.৩ কিলোমিটার অংশে ৪৯ লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হয়েছে।
কিন্তু কাজ শেষ হতে না হতেই গত ২৭শে জুলাই সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকার এনজিএল ইট ভাটার কাছে প্রায় ১৮০-২০০ মিটার বাঁধ ধসে নদীতে বিলীন হয়ে যায়।
এরআগে ১৬ই জুলাই গোদার বাজার চর সিলিমপুর এলাকার নদীর তীর এলাকার প্রকল্পের স্থানের কাজ শেষের দুই মাস না যেতেই প্রায় ২০মিটার অংশের ব্লক ধসে যায়। পরে ব্লক ও জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে- ত্রুটিপূর্ণ নকশার কারণে এমন ঘটনা ঘটছে। অন্যদিকে স্থানীয়দের দাবী- শহর রক্ষা প্রকল্পে নদী শাসনে নিম্নমানের নামসর্বস্ব কাজ হওয়াতে বার বার ভাঙছে।