ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পেলেন বাসসের সাজ্জাদ হোসেন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০১ ১৪:৫৬:৩৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বার্তা সংস্থা (বাসস)-এর প্রধান বার্তা সম্পাদক এ জেড এম সাজ্জাদ হোসেনকে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
  জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল ১লা আগস্ট প্রজ্ঞাপন জারি করে বলেছে, এ জেড এম সাজ্জাদ হোসেন তিন বছরের চুক্তিতে ওই পদে কাজ করবেন।
  এ জেড এম সাজ্জাদ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এবং মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত ডা. এম এ কাশেমের কনিষ্ঠ পুত্র। তার মা বেগম হাফিজুননেসা তৎকালীন মাদারীপুর মহকুমা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্নকারী সাজ্জাদ ১৯৯৭ সালে বাসসে সহ-সম্পাদক হিসেবে যোগদেন। এর আগে তিনি ১৯৯৫ সালে একটি বাংলা সংবাদপত্রে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
  তিনি ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইংয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন।
  এ জেড এম সাজ্জাদ হোসেন বড় ভাই অধ্যাপক ডাঃ এ জেড এম মোস্তাক হোসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) উপাচার্য।
 

ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত
ইহসানুল করিমের প্রতি বাসস পরিবারের গভীর শ্রদ্ধা নিবেদন
অবৈধ আইপি টিভি’র বিরুদ্ধে অভিযান ঃ তথ্য মন্ত্রীকে শীর্ষ সাংবাদিক সংগঠনের অভিনন্দন
সর্বশেষ সংবাদ