ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
রাজবাড়ীর গোদার বাজারে নদী ভাঙ্গন রোধে কার্যক্রম পরিদর্শনে এমপি রুমা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০৩ ১৪:৩৪:৩৬
রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধের চলমান কাজ গতকাল ৩রা আগস্ট সকালে পরিদর্শন করেন জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধের কাজ চলমান রয়েছে। গতকাল ৩রা আগস্ট সকালে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন জাতীয় সংসদের ৩৩৪ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা।

  এ সময় সেখানে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  পরিদর্শনের সময় এমপি সালমা চৌধুরী রুমা বলেন, নদী ভাঙ্গন রোধে আমরা কাজ করে যাচ্ছি। অতিদ্রুতই আমরা ভাঙন রোধ করতে পারবো। 

রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা  তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ
চন্দনীতে গৃহবধু তামান্না হত্যার ঘটনায় পুলিশ সদস্যর গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ