ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ী সদরের চর ধুঞ্চিতে নদী ভাঙ্গন রোধের কাজ পরিদর্শনে এমপি কাজী কেরামত আলী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-০৭ ১৪:১৮:৩৭
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী গতকাল ৭ই আগস্ট চর ধুঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় নদী ভাঙ্গন রোধের কাজ এলাকা পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর শহর রক্ষা বাঁধ সংলগ্ন পদ্মার ডান তীর সংরক্ষণ বাঁধের চর ধুঞ্চি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদী ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। 

  গতকাল ৭ই আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী।  

  এ সময় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী এ সময় বলেন, নদী ভাঙন রোধে যা যা করার দরকার সরকার সবই করতে বলেছে। যাতে আর সেইখানে আর নদী ভাঙন না হয়।

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ