ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলায় নতুন আরো ৪৬ জন করোনায় আক্রান্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১১ ১৪:১৭:৫৬

রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  গতকাল ১১ই আগস্ট রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৩জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ১৩ জন, পাংশার ৭ জন, কালুখালীর ৫ জন ও গোয়ালন্দ উপজেলার ২ জনের শরীরে করোনা ভাইরাস শরাক্ত হয়েছে। 

  এছাড়াও গত ৭ ও ৮ই আগস্ট আরটি পিসিআরের ৯২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ১৩জন করোনা পজিটিভ। 

  গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ১১ই আগস্ট পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬ শত  ২৬ জন। তার মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪ হাজার ৭ শত  ৭৬ জন, পাংশায় ২ হাজার ৩ শত ৪৭ জন, কালুখালীতে ৬ শত ৯৭ জন , বালিয়াকান্দিতে ৭ শত ৬৪ জন ও গোয়ালন্দ উপজেলার ১ হাজার ৪২ জন। তার মধ্যে থেকে সুস্থ হয়েছে ৭ হাজার ৯ শত  ৪৭ জন। 

  এছাড়াও মৃত্যু হয়েছে ৭৭ জনের। সদর উপজেলার ৪৩ জন, পাংশায় ২২ জন, কালুখালীতে ৫জন, বালিয়াকান্দিতে ৪ জন ও গোয়ালন্দ উপজেলায় ৩জন। 

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১হাজার ৫ শত ৬৫জন। হাসপাতালে ভর্তি আছে ৪৫জন।

  উল্লেখ্য, করোনা শুরু থেকে আজ পর্যন্ত ৩৫ হাজার ৪ শত ৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরের নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২শত ৪৪ জনের। আর র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১০ হাজার ২ শত ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৯ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ