ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে রেলওয়ে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে কাজী হেদায়েত হোসেনের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৮-১৮ ১৪:৩৯:১৫
রেলওয়ে বঙ্গবন্ধু পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৮ই আগস্ট সাবেক গণ পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে অসহায়-দুস্থ ২শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রেলওয়ে বঙ্গবন্ধু পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও অসহায়-দুস্থ ২শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তাৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গণ পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 
  এ উপলক্ষে গতকাল ১৮ই আগস্ট বাদ মাগরিব রেলওয়ে স্টেশন জামে মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম আব্দুল গাফ্ফার। এরপর রাজবাড়ী রেলওয়ে স্টেশন চত্বরে ২শতাধিক অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। 
  এ সময় রেলওয়ে বঙ্গবন্ধু পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাসুম আলী(গার্ড), সাধারণ সম্পাদক আব্দুল হালিম, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ চন্নু, রেলওয়ে শ্রমিকের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোসলেম উদ্দিন ফকির ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শ্যামল গোশ্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ