ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
রাজবাড়ীতে করোনার সংক্রমণ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে---জেলা প্রশাসক দিলসাদ বেগম
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৮-২৪ ১৪:৩০:১০
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে জুলাই অফিসার্স ক্লাবে দুই দিনব্যাপী কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন, রাজবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ কমে গেলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি স্বাস্থ্যবিধি মেনে না চলা হয় তাহলে করোনায় আক্রান্তের সংখ্যা আবারো বেড়ে যাবে।  

  গতকাল ২৪শে জুলাই সকাল ১০টায় অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

  জেলা প্রশাসক আরো বলেন, রাজবাড়ীতে যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০% ছিলো। সেখানে বর্তমানে ১৫% নেমে এসেছে। এতে কিন্তু আমাদের আনন্দের বিষয় ছিলো। তবে আশংকার বিষয়টিও আছে। পৃথিবীর বিভিন্ন দেশ বলেছিলো করোনার টিকা নেওয়ার পরে আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না। কিন্তু সেখানে দেখা গেছে খুব অল্প সময়ের মধ্যেই করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। পরে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে। এছাছাড়াও আমরা জানতে পেরেছি অক্টোবর মাসে তৃতীয় ঢেউয়ের আশংকা রয়েছে। এরই মাঝে করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলার অনেক মানুষ মারা গেছে। তাই আমাদের রাজবাড়ী জেলাকে ভালো রাখতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, সকলের সহযোগিতায় রাজবাড়ীতে করোনায় আক্রান্তের সংখ্যা কমে এসেছে। আপনারা জানেন করোনা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। যদি ভ্যাকসিনের আওতায় সকল মানুষকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু দেখা যাবে সবার মাঝে কোভিড প্রতিরোধের ক্ষমতা তৈরি হবে। সেই সময় মানুষ করোনায় আক্রান্ত হবে না। 

  তিনি আরো বলেন, কোভিড নতুন নতুন রূপে অবিভাব হচ্ছে। একটা সময় দেখা যাবে করোনার টিকাও কাজ করছে না। তাই করোনার টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সবার জন্য দরকার। এছাড়াও বর্তমানে করোনা টিকা ছাত্র-ছাত্রী ও বয়স্কদের গুরুত্বসহকারে দেওয়া হচ্ছে। যদি কোন মানুষের ২৫ বছরের উর্দ্ধে বয়স হয় তাদেরকে দ্রুত টিকা নেওয়ার জন্য তিনি বলেন। 

  সচেতনতামূলক কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুর রহমান শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর) আনিসুজ্জামানসহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়ন্তী রূমা রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার। 

  উল্লেখ্য, ২দিন ব্যাপী এই কর্মশালায় ৪০টি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত থাকবেন। প্রথম দিনে ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। আজ ২৫শে আগস্ট অপর ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করবে।

রাজবাড়ীতে কোন চাঁদাবাজি হবে না॥কাউকেই করতেও দিবো না------জেলা প্রশাসক
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসকের বাণী
ঢাকা বিভাগীয় কমিশনার ও রাজবাড়ী জেলা প্রশাসকের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
সর্বশেষ সংবাদ