রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় গতকাল ২৫শে আগস্ট বেলা ১১টায় সদর উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ‘‘করোনা প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে ইউনিসেফের অফিসার এমএনসিএএইচ ডাঃ ফারহানা আহমদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নুজহাত সুলতানা বক্তব্য রাখেন।
সভায় চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা তুলে ধরে তাঁদের সহযোগিতায় গ্রামীণ জনপদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।