ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরীসহ ৪টি হোটেলকে বিভিন্ন অংকের জরিমানা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-০৯-০৭ ১৪:১৮:২৮
‘বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১’ উপলক্ষে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী শহরের ১টি ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরী ও ৪টি হোটেল-রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

‘বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১’ উপলক্ষে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে রাজবাড়ী শহরের ১টি ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরী ও ৪টি হোটেল-রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। 

  গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের নেতৃত্বাধীন ফরিদপুর ক্যাম্পের র‌্যাব-৮ সদস্যদের সাথে অভিযানে অংশগ্রহণকারী রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন। 

  অভিযানকালে রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গার এ ডব্লিউ ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরীকে লাইসেন্স ছাড়া পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ১০ হাজার টাকা এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী রেলগেট এলাকার ছালমা হোটেলকে ১০ হাজার টাকা, ঢাকা বিরিয়ানী হাউজকে ১০ হাজার টাকা, মিষ্টি বাড়ীকে ১০ হাজার টাকা ও সূর্যবান হোটেলকে ৭ হাজার টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৭হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।  

  র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, তাদের চলমান ‘বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১’ উপলক্ষে রাজবাড়ীর পাশাপাশি ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় একইভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নিম্ন মানের খাদ্যদ্রব্য বিক্রি ও ওজনে কম দেয়ার দায়ে ৪টি হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানকে মোট ১লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ