রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের এক মাদ্রাসা শিক্ষক স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপে করোনার টিকা নেয়ার জন্য কম্পিউটারের দোকানে নিবন্ধন করতে গিয়ে জানতে পারলেন তিনি মৃত!
এ ঘটনায় তিনিসহ কম্পিউটারের দোকানদার হতবাক হয়ে যান। কিভাবে মৃতের তালিকায় তার নাম উঠলো তিনি বুঝতে পারছেন না।
ভুক্তভোগী ঐ ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে এবং বালিয়াকান্দির একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল ৮ই সেপ্টেম্বর আনোয়ার হোসেন বলেন, ২০০৮ সালে তিনি জাতীয় পরিচয় পত্র(এনআইডি) পেয়েছিলেন। আগে কখনো তার জাতীয় পরিচয় পত্র ব্যবহারের প্রয়োজন পড়েনি। ভোটের সময়ও পরিচয় পত্র ছাড়াই ভোট দিয়েছেন। সম্প্রতি করোনার টিকা নেওয়ার জন্য সুরক্ষা অ্যাপে তার নাম নিবন্ধন করতে তিনি স্থানীয় কম্পিউটারের দোকানে যান। সেখানে বার বার তার পরিচয় পত্র ভুল দেখাচ্ছিল। তার কোন তথ্য না আসায় তিনি আজ সকালে উপজেলা নির্বাচন অফিসে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, নির্বাচন অফিসের সার্ভারে তাকে অনেক আগেই মৃত দেখানো হয়েছে। মৃতের তালিকায় রয়েছে তার নাম। বিষয়টি দেখে তিনি বাকরুদ্ধ হয়ে যান।
তিনি আরো বলেন, ২০১২ সালে তার বড় ভাই মারা গেছেন। কিন্তু এখনো জাতীয় পরিচয় পত্রের তথ্যে তাকে জীবিত দেখাচ্ছে। মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার সময় তথ্য সংগ্রহকারী তার ভাইয়ের পরিবর্তে তার নাম লিপিবদ্ধ করেছিলেন বলে ধারণা করছেন তিনি।
এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন বলেন, বালিয়াকান্দি উপজেলাতে এ রকম ১৩/১৪টির মতো পাওয়া গেছে। পরবর্তীতে তারা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়ন পত্র নিয়ে আসলে আমরা সার্ভার থেকে তাদের স্ট্যাটাস জীবিত করে দিয়েছি। পরে তারা সুরক্ষা অ্যাপে টিকার জন্য নিবন্ধন করতে পেরেছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়ার সময় হয়তো করণিক কিছু ভুল হয়েছিল। এসব ভুল দ্রুত সংশোধনের সুযোগ আছে।