ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ী সদরের মিজানপুরে বন্যা কবলিত ১শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৯ ১৪:৪১:৩২
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বন্যা কবলিত ১শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বন্যা কবলিত ১শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

  গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে মিজাপুর ইউনিয়নের চর সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

  ত্রাণ সামগ্রী বন্যা কবলিত মানুষের হাতে তুলে দেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু, মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

  ত্রাণ সামগ্রীর দেওয়া হয়- ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম লুডুলস।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ