ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে দিন দিন কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-০৯ ১৪:৪২:৩৯

রাজবাড়ী জেলায় দিন দিন কমতে শুরু করেছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় গতকাল ৯ই সেপ্টেম্বর রাজবাড়ী জেলায় র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৪জনের করোনা শনাক্ত হয়েছে। 

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪ জনের করোনা পজিটিভ। এর মধ্যে সদর উপজেলার ২জন ও পাংশার ২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩ শত ৯৫ জন । তার মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১ শত ১১ জন। মৃত্যু হয়েছে ৮১ জনের।

  করোনা শুরু থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৩ শত ৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে ২৭ হাজার ১শত ৬৬জনের এবং আর র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২ হাজার ১ শত ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০ হাজার ৩ শত ৯৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। 

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১৯৬ জন। হাসপাতালে ভর্তি আছে ১৬ জন।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ