ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
দৌলতদিয়া ঘাটে ট্রাক-বাসের চাপ কমেছে॥চলছে ১৮টি ফেরী
  • মইনুল হক মৃধা
  • ২০২১-০৯-০৯ ১৪:৪৪:২৫
দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্টে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের দীর্ঘসারি গতকাল বৃহস্পতিবার দেখা যায়নি -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের চাপ অনেকটা কমেছে।   

  গত কয়েকদিন যাবত পদ্মার পানি বৃদ্ধি ও তীব্র স্রোত থাকায় ফেরী চলাচল ব্যহত হওয়ায় যার ফলে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহনের দীর্ঘসারি সৃষ্টি হয়েছিলো। তবে গতকাল বৃহস্পতিবার ঘাটে তেমন কোন চাপ দেখা যায়নি।

  সরজমিনে গতকাল ৯ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, গত ৩/৪ দিন যানবাহনের যে দীর্ঘসারি তা আজ অনেকটাই কম ছিলো। দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট হতে ঢাকা খুলনা মহাসড়কে যেখানে  যানবাহনের জটলা লেগে থাকতো সেটা আজ দেখা যায়নি। জিরো পয়েন্টে কিছু গাড়ি থাকলেও তা ছিলো স্বাভাবিক। অন্যদিকে যানবাহনের দীর্ঘসারি না থাকায় যাত্রীবাহী বাসগুলো তেমন কোন ভোগান্তি ছাড়াই ফেরীতে উঠতে পারছে।

  বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বেশ কিছুদিন পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত ও প্রবল স্রোত থাকায় ফেরী চলাচল করতে সমস্যা হবার কারনে ঘাট এলাকায় দেখা দিয়েছিলো যানবাহনের দীর্ঘসারি, সাথে যোগ হয়েছিল বাংলাবাজার-শিমুলিয়া ঘাট দিয়ে যাতায়াত করা যানবাহনের বাড়তি চাপ। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আরো ২টি ফেরী সংযোজন করা এবং পদ্মায় পানি কমে যাওয়া ও স্রোত কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার কারনে ঘাট এলাকায় কমেছে যানবাহনের চাপ।

  যশোর থেকে ঢাকাগামী যাত্রী মোঃ জাকির হোসেন বলেন, অনেকটা ভয়ে ছিলাম দৌলতদিয়া ঘাটের জ্যাম নিয়ে, তবে ১১টার দিকে ঘাট এলাকায় এসে দেখি ঘাট অনেকটা ফাঁকা, ২০ মিনিট জিরো পয়েন্টে আমাদের বাসটি দাড়িয়ে ছিলো এর পর সরাসরি ফেরীর পন্টুনে সামনে, এত তারাতারি ফেরির কাছে আসতে পেরে ভালো লাগছে।

  ঝিনাইদাহ থেকে গাজীপুর গামী কভার্ড ভ্যান  চালক পরিমল দাস বলেন, সাধারণত পচনশীল কাচামালের ট্রাক আগে ফেরি পারাপার করানো হলেও আজ ঘাট এলাকায় চাপ কম থাকায় আমাদের গোয়ালন্দ মোড়ে ট্রাকের সিরিয়ালে বেশি অপেক্ষা করতে হচ্ছে না, যার কারনে আমাদের মত অনেক ট্রাক আজ ফেরী ঘাটে তেমন ভোগান্তি ছাড়াই আসতে পেরেছে। সপ্তাহ খানেক আগেও এই নৌরুটে ব্যবহার করে আমি ৩দিন গোয়ালন্দ মোড়ে অপেক্ষায় ছিলাম।

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের(বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ জামাল হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ গত কয়েক দিনের তুলনায় আজ অনেকটা কমেছে। পদ্মায় পানি কমে যাওয়া ও স্রোত না থাকায়  ফেরী চলাচল আগের থেকে অনেক স্বাভাবিক হয়েছে। এ ছাড়াও বাড়তি চাপ সামলাতে এই নৌরুটে ২টি ফেরী সংযোজন করা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৮টি ফেরী চলাচল করছে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ