রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১০ই সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ২শত দুস্থ-অসহায় মানুষের মধ্যে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করেছেন।
পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এই চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ সালাম মিলন, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
চাল বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, করোনাসহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিটি ইউনিয়নের দুস্থ-অসহায় মানুষের জন্য জিআরের চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাঁচুরিয়া ইউনিয়নে বন্যা না হলেও করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চাল পেয়ে তারা উপকৃত হবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের দোয়া কামনা করেন।