ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ডিবি’র অভিযানে রাজবাড়ীর সজ্জনকান্দা থেকে ১৭২পিস ইয়াবাহসহ ২জন গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১১ ১৭:১৪:৩১

রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দার বিসিক রোড সংলগ্ন মোজাফর রহমানের বসত বাড়ির পূর্ব পাশে গতকাল ১১ই সেপ্টেম্বর বিকালে অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।   

  গ্রেপ্তারকৃতরা হলো- কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের ফজলুল খান বাবু’র ছেলে রাকিবুল খান(২৬) ও একই গ্রামের শাহা আলমের ছেলে জুয়েল রানা(২৫)। 

  রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক ও এএসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার সজ্জনকান্দার বিসিক রোড সংলগ্ন মোজাফর রহমানের বসত বাড়ির পূর্ব পাশে অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। আসামীদের কাছ থেকে যে মাদক উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় ৫১ হাজার ৬ শত টাকা বলে তিনি জানান। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। 

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ