ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে এনজিও সমপদের উদ্যোগে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৯-১৫ ১৪:০৭:০৯
এনজিও সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ)-এর উদ্যোগে গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী শহরের ১নং বেড়াডাঙ্গায় গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে এনজিও সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ)-এর উদ্যোগে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 
  গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে শহরের ১নং বেড়াডাঙ্গার শাপলা কিন্ডার গার্টেন স্কুলে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। 
  প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন আহমেদ। 
  প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক অধ্যক্ষ কুদরত আলী, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান ও বিশিষ্ট সমাজসেবক শেখ তারেক। সভাপতিত্ব করেন এনজিও সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এর নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার।
  উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নরে ৪নং ওয়ার্ডে অসহায় ও দরিদ্র ৬টি পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ করবে এনজিও সমাজ উন্নয়ন পরিষদ(সমপদ)। এই ৬টি পরিবারের ১২জন সদস্যকে গাভী পালন বিষয়ে প্রশক্ষণ প্রদান করা হলো।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ