রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ১নং সড়কে পৌর মেয়রের বাড়ী সংলগ্ন করোনা আক্রান্ত রোগী আক্তার শেখের বাড়ীসহ ৪টি বাড়ী গতকাল ১৯শে জুন লকডাউন করে দিয়েছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ। উল্লেখ্য, গত ১৮ই জুন বেড়াডাঙ্গা ১নং সড়কের বাসিন্দা আক্তার শেখ করোনা পজেটিভ হওয়ায় তাকে একই দিন সদর হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়েছে।