ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে আরো ১২ জনের করোনা শনাক্ত
  • চঞ্চল সরদার
  • ২০২১-০৯-২৪ ১৪:৩৩:৪৭

রাজবাড়ীতে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হলো। 

   গতকাল ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ২৩শে সেপ্টেম্বর র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের ২ জন কালুখালী উপজেলার এবং ১ জন গোয়ালন্দ উপজেলার। এছাড়াও গত ২০ ও ২১শে সেপ্টেম্বর আরটি পিসিআরের মাধ্যমে ১৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের ৭ জন রাজবাড়ী সদর উপজেলার এবং ১ জন করে পাংশা ও গোয়ালন্দ উপজেলার। 

   উল্লেখ্য, গত বছরের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত আরটি পিসিআরের মাধ্যমে ২৮ হাজার ২২৮ জন ও র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১২ হাজার ৫০৫ জনসহ মোট ৪০ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট শনাক্ত হওয়া ১০ হাজার ৫১০ জনের মধ্যে ১০ হাজার ২৮৫ জন সুস্থ হয়েছেন এবং ৮০ জন মারা গেছেন। বর্তমানে ১৪৮ জন হোম আইসোলেশনে এবং ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ