রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে গাছ কাটার সময় মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে।
গতকাল ২৬শে সেপ্টেম্বর বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো-বিলটাকাপোড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আলেয়া বেগম (৩৫) এবং ২ গাছ কাটা শ্রমিক বাকসাডাঙ্গী গ্রামের আবদার (৪৫) ও খাটিয়াপাড়া গ্রামের জলিল মন্ডলের ছেলে জিন্নাত মন্ডল (৩৫)। তাদের মধ্যে আলেয়া ও আবদার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জিন্নাত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিলটাকাপোড়া গ্রামের সদর আলী সরদারের বাড়ীর পুকুর পাড়ের মেহগনি গাছ কাটার সময় গাছের গোড়ার দিকে কোপ দিলে বিস্ফোরণ হয়। এ সময় গাছ কাটার কাজে থাকা ২ শ্রমিক ও তাদেরকে পানি খাওয়াতে আসা এক মহিলা আহত হন।
বালিয়াকান্দি থানা ওসি তারিকুজ্জামান জানান, মেহগনি গাছ কাটার সময় মাটিতে পুতে রাখা বোমা জাতীয় কোন বস্তু বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।