ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
কালুখালীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচী জি-টু-পি বাস্তবায়ন বিষয়ক সেমিনার
  • মোখলেছুর রহমান
  • ২০২১-০৯-২৮ ১৪:১১:০০

রাজবাড়ীর কালুখালী উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে গতকাল ২৮শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচী জি-টু-পি পদ্ধতি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

   উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে  এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের সঞ্চলনায় সেমিনারে অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, মাজবাড়ী ইউপির চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, সোনালী ব্যাংক এর কালুখালী শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন। আলোচনা পর্বের শেষে কালুখালী উপজেলা  সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী ৪টি সংগঠনকে ২০ হাজার করে ৮০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। 

মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
দক্ষিণবাড়ী গ্রামে আনারসের সমর্থকের মাথা ফাটালো প্রতিপক্ষের সমর্থকেরা
সর্বশেষ সংবাদ