ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৬২ জন দুস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-০৩ ১৪:১৪:১২

আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ৬২ জন দুস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
   বালিয়াকান্দি উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল ৩রা অক্টোবর বিকালে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাইকা’র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ