রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল ৩রা সেপ্টেম্বর সকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈদ উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ সকল থানার ওসি ও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার বিভিন্ন সমস্যার কথাগুলো শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল থানার ওসি ও পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। সভায় ভালো কাজের স্বীকৃত স্বরূপ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি একই দিনে (গতকাল ৩রা অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।