ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোয়ালন্দে কাঁচামরিচ-পেঁয়াজসহ বিভিন্ন সবজির দাম বেড়েছে
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-০৫ ১৪:১৫:৫২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দফায় দফায় কাঁচামরিচ, পেঁয়াজসহ বিভিন্ন সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
   গতকাল ৫ই অক্টোবর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ ১৭০-১৯০ টাকা, ভেন্ডি (ঢেঁড়শ) ৫০ টাকা, করলা ৬০-৭০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা, ছোট ফুলকপি ৪০-৫০ টাকা, সিম ৬০-৭০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পেঁয়াজ ৫০-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 
   গোয়ালন্দ বাজারে বাজার করতে আসা খলিলুর রহমান নামে একজন ক্রেতা বলেন, কাঁচামরিচের দাম দেখে আমি অনেকটাই অবাক হয়েছি। এর পাশাপাশি সব ধরনের সবজির দামও বেড়েছে। এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। 
   কাঁচামরিচের দাম বৃদ্ধির ব্যাপারে গোয়ালন্দ বাজারের শহিদুল হক নামে একজন সবজির দোকানী বলেন, প্রায় এক সপ্তাহ যাবৎ কাঁচামরিচের দাম বেশী যাচ্ছে। আজ বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা কেজিতে। নানা কারণে কাঁচামরিচের আমদানী কম থাকায় বাজারে দাম বেড়েছে। 
   সবজির দামের বিষয়ে গোয়ালন্দের জামতলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামাল হোসেন বলেন, বন্যা ও বৃষ্টির কারণে সবজি ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে।  এ কারণে সবজির দাম বেড়েছে। তবে আস্তে আস্তে বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ছে। তাই আমাদের ধারণা কিছু দিনের মধ্যে সবজির দাম কমে আসবে।

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ