ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশায় খাদ্য বান্ধব কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে ডিলারের দোকানে কর্মকর্তারা
  • মোক্তার হোসেন
  • ২০২১-১০-১১ ১৪:৪৫:৪৪
পাংশা উপজেলার হাবাসপুর ইউপির একটি ডিলারের দোকানে গতকাল সোমবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন কর্মকর্তারা -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১১ই অক্টোবর দুপুরে ডিলারের দোকানে চলমান খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেছেন কর্মকর্তারা। 
  ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম, খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার ও উপ-সহকারী খাদ্য পরিদর্শক রিপন কুমার বিশ্বাস সোমবার উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, বাবুপাড়া ও মাছপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের দোকানে চাল বিক্রয় কার্যক্রম মনিটরিং করেন।
  ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আওতায় বছরে ৫ মাস ১ম পর্যায় মার্চ-এপ্রিল ও ২য় পর্যায় সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচির কার্যক্রম চলে। বর্তমানে ২য় পর্যায়ের সেপ্টেম্বর মাসের কার্যক্রম শেষ হয়েছে। অক্টোবর মাসের চাল বিক্রয় কার্যক্রম চলছে। খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা-২০১৭ অনুসরণপূর্বক কার্যক্রম চলছে।
  খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার জানান, পাংশা উপজেলায় ১০টি ইউনিয়নে ৩৩ জন ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭হাজার ১০জন সুবিধাভোগী রয়েছেন। সুবিধাভোগীরা ১০টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ