রাজবাড়ী ডিবি’র অভিযানে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে ৪১ পিস ইয়াবাসহ শরীফ শেখ(২০) নামে এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
গত ১১ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি’র পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ শেখ কালুখালী উপজেলার মাঝবাড়ী পূর্বফুর ব্রীজ এলাকার শাহজাহান শেখের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।